Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ২৪ হাজার ছাড়াল
--সংগৃহীত ছবি

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ২৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক:

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে অনেক মানুষ। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে রাতদিন কাজ করছেন কর্মীরা। উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের সংখ্যা।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানায়, ভূমিকম্প ও পরর্বতী আফটারশকে দেশটিতে এখন র্পযন্ত ২০ হাজার ৬৬৫ জন নিহত হয়েছে। অন্যদিকে প্রতিবেশী সিরিয়ায় এখন পর্যন্ত তিন হাজার ৫৫৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

সহযোগিতা জোরদারের আহ্বান

এদিকে ভূমিকম্পে পর্যুদস্ত লাখ লাখ মানুষ জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে। জাতিসংঘের তথ্য মতে, এ দুই দেশে অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রয়োজন।

সংস্থাটি এরই মধ্যে তুরস্ক এবং সিরিয়ার এক লাখ ১৫ হাজার আক্রান্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ৭২ মেট্রিক টন ট্রমা এবং ইমার্জেন্সি সার্জারি সরঞ্জাম সরবরাহ করেছে। সহযোগিতায় এগিয়ে যাচ্ছে জার্মানিও।

সূত্র : ডয়চে ভেলে

About Syed Enamul Huq

Leave a Reply