Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুতুল দাহ
--সংগৃহীত ছবি

ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুতুল দাহ

অনলাইন ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া চিফ হিট অফিসারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুতুল দাহ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের নারী নেতাকর্মীরা এই কুশপুতুল দাহ করেন। এ সময় জাতির কাছে মির্জা ফখরুলের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, ‘ঢাকার হিট অফিসার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নিছক তার একক বক্তব্য নয়।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা বলেন, ‘আমরা বৈরী পরিবেশে নারী শিক্ষার্থীরা একত্র হয়েছি। বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী নারী সেখানে এ রকম কুরুচিপূর্ণ মন্তব্য আমরা শুনতে বা মানতে চাই না।

About Syed Enamul Huq

Leave a Reply