Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শ্রদ্ধা
--সংগৃহীত ছবি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতারা। শনিবার (৮ জুলাই) বিকেল ৫টায় উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকালে নেতৃবৃন্দ বনানী কবরস্থানে যান। সেখানে পঁচাত্তরের আগস্টে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সামনে নির্বাচনকে ঘিরে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস, তাণ্ডবের রাজনীতি কায়েম করতে চায়।

উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম বলেন, উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সজাগ আছে। বিএনপির আগুন-সন্ত্রাসের রাজনীতি সবাই মিলে রুখে দিবো।

About Syed Enamul Huq

Leave a Reply