Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ড.ইউনুস ইস্যুতে মহামান্য হাইকোর্টের উপর পশ্চিমা বিশ্বের  নগ্ন হস্তক্ষেপের  প্রতিবাদে ও বিএনপি জামাত দেশবিরোধী চক্রের ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, গুজব, মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকাল চারটায় উজির আলী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ  মিছিল  বের হয়ে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্তরের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জননেতা জনাব সাইদুল করিম মিন্টু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ সামাদ। আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব সরোয়ার জাহান বাদশা, যুগ্ন সাধারন  সম্পাদক এডভোকেট আক্কাস আলী, মাসুদ আহমেদ সঞ্জু, দপ্তর সম্পাদক, এডভোকেট বিকাশ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকা, ক্রিড়া বিষয়ক সম্পাদক টোকন, ত্রাণ  ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টিপু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুল হাসান মাসুম, পৌর   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম রশিদুল ইসলাম রাশিদ, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন,জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, বিপ্লবী সাধারণ সম্পাদক রানা হামিদ, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জ্বল, বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি। ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আল ইমরান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগ,অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জননেতা জনাব সাইদুল করিম মিন্টু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত বিভিন্ন ষড়যন্ত্র ও পায়তারা  শুরু করছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে এটা বিএনপি জামাতের নেতাদের কষ্ট হচ্ছে। তারা দেশের মধ্যে নানা রকম অগ্নি, সন্ত্রাস,  জ্বালাও পোড়াও নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের সঠিক উপাত্ত নির্ভর সংবাদ প্রকাশ করার জন্য এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে সঠিকভাবে তুলে ধরার জন্য এবং  তিনি যে উন্নয়নের রূপকার তা আজ সাধারণ জনগণের মাঝে প্রস্ফুটিত  গোলাপের মতো  ফুটে উঠেছে ।

About Syed Enamul Huq

Leave a Reply