Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইন শৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইন শৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজ বুধবার ( ২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,হরিণাকুন্ডু থানার  ওসি তদন্ত  আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,জাহিদুল ইসলাম বাবু মিয়া,মনজুর রাশেদ, বসির উদ্দিন, কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মঈন উদ্দীন, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম প্রমুখ  ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply