Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জিডিপিতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ওপরে বাংলাদেশ!
--সংগৃহীত ছবি

জিডিপিতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ওপরে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ দেশজ মোট উৎপাদনের (জিডিপি) দিক থেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে পেছনে ফেলেছে, কানাডার অনলাইন প্রকাশনা সংস্থা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদন বলছে, ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম, প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, যার জিডিপির আকার ২৪.৫ ট্রিলিয়ন ডলার, দ্বিতীয় অবস্থানে আছে চীনের জিডিপি ১৮.৩ ট্রিলিয়ন ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা জাপানের জিডিপি ৪.৩ ট্রিলিয়ন ডলার।

গত ২৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৪৬০ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার কোটি ডলার, অবস্থান বিশ্বের মধ্যে ৩৫তম, এর আগের বছরে এই অবস্থান ছিল ৪১তম, সে সময় বাংলাদেশের জিডিপির আকার ছিল ৩৯৭ বিলিয়ন ডলার। ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী বাংলাদেশের পরে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।

এর মধ্যে মালয়েশিয়ার জিডিপির আকার ছিল ৪৩৪ বিলিয়ন ডলার, সিঙ্গাপুরের জিডিপির আকার ছিল ৪২৩ বিলিয়ন ডলার, আর ভিয়েতনামের জিডিপির আকার ছিল ৪১৩ বিলিয়ন ডলার, তবে বাংলাদেশের আগে রয়েছে অস্ট্রিয়া, দেশটির জিডিপির আকার ছিল ৪৬৮ বিলিয়ন ডলার, এই তালিকায় বিশ্বের ৫০টি বৃহত্তম জিডিপির দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার শুধু ভারত ও বাংলাদেশ রয়েছে।

২৯ ডিসেম্বর প্রকাশিত অন্য আরেক প্রতিবেদন ‘দি টপ হেভি গ্লোবাল ইকোনমি’তে বলা হয়, ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে চলে এসেছে, ২০২২ সালে ৩.৪৬ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে যুক্তরাজ্যকে পেছনে ফেলে পঞ্চম স্থান দখল করে নিয়েছে ভারত, তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট জিডিপির অর্ধেকই যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, ভারত—এই পাঁচটি দেশের, আরো পাঁচটি দেশকে যদি এর সঙ্গে যুক্ত করা যায়, তাহলে সেরা ১০ দেশের মিলিত জিডিপি হয় বৈশ্বিক জিডিপির ৬৬ শতাংশ, আর বিশ্বের সেরা ২৫টি দেশ বৈশ্বিক জিডিপির ৮৪ শতাংশের অংশীদার, এ ছাড়া বিশ্বের বাকি ১৬৭টি দেশের জিডিপির পরিমাণ মাত্র ১৬ শতাংশ, নিম্ন জিডিপির দেশগুলোর বেশির ভাগই ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশ।

প্রতিবেদনে আরো বলা হয়, বিদায়ি ২০২২ সালে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে, প্রথমত, বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পার হয়েছে, দ্বিতীয়ত, বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে ১০১.৫৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply