Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুরে রাসেদ বিড়ি ফ্যাক্টরিতে র‍্যাব-১৪ অভিযান,বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ একজন আটক

জামালপুরে রাসেদ বিড়ি ফ্যাক্টরিতে র‍্যাব-১৪ অভিযান,বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ একজন আটক

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায়  অভিযান চালিয়ে ৮ হাজার ৮১৯টি জাল স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প লাগানো ১ হাজার ৫২০টি বিড়ির প্যাকেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, জামালপুর র্যাব-১৪, সিপিসি-১, প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪, সিপিসি-১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঝালুরচর বাছেদপুর গ্রামে রাসেদ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ওই ফ্যাক্টরির একটি কক্ষ থেকে  সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক কর পরিশোধিত ৮ হাজার ৮১৯টি জাল স্ট্যাম্প, যার মূল্য ৭৩ হাজার ৪৬২ টাকা,  জাল স্ট্যাম্প লাগানো ১ হাজার ৫২০টি বিড়ির প্যাকেট, যার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং ১ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট জব্দ করে। এ ঘটনায় বিড়ি ফ্যাক্টরির মালিক ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৩৫)-কে আটক করা হয়েছে।এর আগে গত ৩ সেপ্টম্বর দেওয়ানগঞ্জের হারুয়াবাড়িতে ৩০নং রশিদা বিড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জামালপুরের বিভাগীয় কর্মকর্তা শেখ মোঃ মাসুদুর রহমান। রাত প্রায় ৪ ঘন্টাব্যাপি পরিচালিত এই অভিযানে পূর্বে ব্যবহৃত পুরাতন ১৭ হাজার ব্যান্ডরোল, আসল ও নকল হিসাবপত্রের লাল কাপড়ে মোড়ানো দলিলাদি ২৫টি, পুরাতন ব্যান্ডরোল লাগানো ৬ হাজার ৪০০ প্যাকেট বিড়ি, বিভিন্ন হিসাবের লুজসীর্ট জব্ধ করেন। এ সময় ব্যান্ডরোল সংক্রান্ত্র রেজিস্ট্রার দেখতে চাওয়া হলে তা দেখাতে ব্যর্থ হন ওই ফ্যাক্টরির ম্যানেজার সেলিম রেজা। শেরপুরের শিল্পপতি ইদ্রিস মিয়ার ৩০নং রশিদা বিড়ির দু’টি ফ্যাক্টরিতে গত ২৯ জুলাই এম.এম. সবুজ রানা সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর তারা একটি অভিযান চালিয়ে পুরাতন ব্যান্ডরোল লাগানো প্রায় ৪ লাখ প্যাকেট বিড়ি জব্দ করে র্যাব-১৪। ওইদিন রাতে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার দু’টি ফ্যাক্টরিতে শেরপুরের এনএসআই, র্যাব-১৪ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এসব প্যাকেট জব্দ করে। এ সময় দুই কারখানার সহকারী ব্যবস্থাপক শফিউল আলম ও রুবেল শাহরিয়ারকে আটক করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply