Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুরে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
--প্রেরিত ছবি

গাজীপুরে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধিঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি- এই শ্লোগান নিয়ে গাজীপুরে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রিসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা বিআরটি’র উদ্যোগে বিআরটির কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো: আবু নাঈম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী সিভিল সার্জন এফ এম
আহসান উল্লাহ, শহর ট্রাফিকের টিআই মিজানুর রহমান, মোটরযান পরিদশক, মোহাম্মদ অহিদুর রহমান ও সাইদুল ইসলাম সুমন। আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমানে হয়রানি ছাড়াই বিআরটিএ অফিস থেকেই সেবা পাওয়া যায়। যদি কেউ হয়রানি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গাড়ি চালকদের সঠিক নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিআরটিএ অফিসের কর্মচারীবৃন্দ ও বিভিন্ন জেলা উপজেলার গাড়ি চালকরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply