Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়া আদালতে দৈনিক মামলার তথ্য সহজেই পাওয়া যাবে : অরূপ কুমার গোস্বামী

কুষ্টিয়া আদালতে দৈনিক মামলার তথ্য সহজেই পাওয়া যাবে : অরূপ কুমার গোস্বামী

কুষ্টিয়া প্রতিনিধি  :- কুষ্টিয়ায় প্রথমবারের মত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিজিটাল কজলিষ্ট ও ডিসপ্লে বোর্ডের উদ্বোন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জেলা জজ কার্যালয়ে জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম ও শেখ তারিক এজাজ সহ বিভিন্ন আদালতের বিচারক উপস্থিত ছিলেন।বিচারক অরূপ কুমার গোস্বামী বলেন ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ ও সংশ্লিষ্ট সবাই আদালতের দৈনিক মামলার তথ্য সহজেই পেতে সক্ষম হবেন। যা মামলার তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তাদের ভোগান্তির অবসান থেকে রেহাই পাবে।

About Syed Enamul Huq

Leave a Reply