Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কাল থেকে ঝুঁকিপূর্ণ মার্কেটে সার্ভে শুরু
--সংগৃহীত ছবি

কাল থেকে ঝুঁকিপূর্ণ মার্কেটে সার্ভে শুরু

অনলাইন ডেস্ক:

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন মার্কেটে সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সার্ভের সময় প্রত্যেক মার্কেটের মালিক ও সমিতির নেতারাও থাকবেন বলে জানা গেছে।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় এলাকায় থাকা ফায়ার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এসব কথা জানান।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এসব মার্কেটে বিএমডিসি কোর্ট অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নি নির্বাপনে যে ব্যবস্থা থাকার কথা তা নেই, আমার কাছে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে এসব মার্কেট ঝুঁকিপূর্ণ। মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এ সার্ভে করা হবে এবং পরবর্তী করণীয় তা জানিয়ে দেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply