Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কম্পিউটারে একটানা কাজ করলে হতে পারে সিবিএস রোগ, কী করবেন

কম্পিউটারে একটানা কাজ করলে হতে পারে সিবিএস রোগ, কী করবেন

অনলাইন ডেস্ক:

আমাদের আধুনিক জীবনযাত্রায় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব, টিভি দেখাসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বেড়ে গেছে। অফিসের কাজ করতে দীর্ঘক্ষণ আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটারের আলো চোখের জন্য মোটেও ভালো নয়।

দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে চোখে শুষ্কতা দেখা দেয়, ক্লান্তি লাগে ও মাথাব্যথা হয়ে থাকে। এসব সমস্যা যখন তীব্র হয়ে থাকে, তখন কম্পিউটার ভিশন সিনড্রোম (সিভিএস) হতে পারে।

সিভিএস কী?

চোখ লাল হয়ে পানি পড়া, চোখে আর ঘাড়ে ব্যথা, চোখে চুলকানি ও চোখে করকর করছে কিছু একটা এমন ভাব হওয়া এ সমস্যার নাম ‘সিভিএস’ অর্থাৎ ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’।

দীর্ঘদিন এ সমস্যায় ভুগলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু নিয়ম মেনে চললেই কম্পিউটার ভিশন সিনড্রোমের হাত এড়ানো যায়।


সিবিএস রোধে কী করবেন-

১. কম্পিউটার ও মোবাইলের স্ক্রিন একটা টানা ব্যবহার না করে বিরতি নিন। ব্যবহারের সময় আলো কমিয়ে রাখুন।

২. স্ক্রিন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। কম্পিউটারের মনিটরের ওপরের দিক চোখের সোজাসুজি রাখলে ভালো।

৩. কাজের মাঝে বিরতি দিন। চোখে পানি দিন ও সবুজ দেখুন।

৪. কাজের ফাঁকে কিছুক্ষণ চোখ বন্ধ রেখে বিশ্রাম নিন। ২০ মিনিট পর পর চোখকে অন্তত ২০ সেকেন্ডের জন্য বিশ্রাম দিতে হবে।

৫. চোখের সমস্যা থাকলে চিকিৎসের পরামর্শ নিয়ে চশমা ও আই ড্রপ ব্যবহার করুন।

About Syed Enamul Huq

Leave a Reply