অনলাইন ডেস্ক:
প্রিয়দর্শিনী মৌসুমী ফিল্ম ইন্ড্রাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা। চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও টিভি বিজ্ঞাপনচিত্রে তিনি সরভ থাকেন। কিছু দিন আগে তার যাপিত জীবন নিয়ে স্যোসাল মিডিয়ায় ঝড় উঠেছিলো। এই নায়িকার চলতি নভেম্বর মাসে ২টি সিনেমা শুভমুক্তি পাচ্ছে। ২০২০-২১ অর্থ বছরের সাধারণ শাখায় সরকারি অনুদান পেয়েছিলো ‘ভাঙন’ ছিনেমা। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে। ‘ভাঙন’ ছবিটির সহ-প্রযোজকও মির্জা সাখাওয়াৎ হোসেন। ৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘ভাঙন’ ছবিটি। ‘ভাঙন’ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। গল্পের পটভূমি হচ্ছে একটি রেল ষ্টেশনের জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হয়েছে। সেখানে হকার পকেটমার, পতিতা, বংশীবাদক নানা ইতিবাচক ও নিতিবাচক মানুষের চরিত্র রয়েছে। তাদের জীবন যাত্রা বেঁচে থাকা ও প্রত্যাশার গল্প নিয়ে এই সিনেমা ‘ভাঙন’। ছবিটিতে মৌসুমী ছাড়াও ফজলুর রহমান বাবু, সাবেরী আলম ও প্রানরায়, মির্জা আফরিন, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান, হিমেল রাজ, মিশু চৌধুরী, মির্জা সাখাওয়াৎ প্রমূখ অভিনয় করেছেন।
‘দেশান্তর’
দুটি ব্যতিক্রম চলচ্চিত্র ভাঙন ও দেশান্তর। ছবি দুটিতে একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। মৌসুমী মানসিকভাবে প্রস্তুত ছিলেন ‘দেশান্তর ছবির শুভমুক্তি নিয়ে। ১১ উইকে ‘ভাঙন’ ছবিটি মুক্তিতে যুক্ত হয়েছে। একই দিনে দুটি ছবি মুক্তি এ কারনে সিনেমা হলও ভাগ হয়ে যাচ্ছে। যে কারনে একই দিনে দুটি সিনেমা মুক্তি নিয়ে মৌসুমীও কিছুটা চিন্তিত। তারপরও দু’টি ছবির জন্যই মৌসুমী শুভ কামনা জানিয়েছেন। ছবি মুক্তি দেওয়ার বিষয় নায়িকার নয়। সংশ্লিষ্ট প্রযোজকের। দেশান্তর মূলত মুক্তিযুদ্ধের আগের ও পরের ঘটনার চিত্র। ছবিটিতে একটি গতি আছে। গল্পটাতেও একটা প্রাণ আছে বলে জানিয়েছে নায়িকা। দেশ ভাগের পটভূমি নিয়ে কবি নির্মলেন্দু গুনের উপন্যাস অবলম্বনে নির্মিত দেশান্তর সরকারী অনুদানের এই সিনেমায় প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা হিসেবেও নায়িকা মৌসুমী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেলকে। আশুতোষ সুজন পরিচালিত ছবিটিতে অভিনয়ে ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, টাপুর, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিকসহ অনেকে। দেশান্তরের ছবির সঙ্গীত পরিচালনায় জাহিদ নিরব। ভাঙন ও দেশান্তর ছবির সবার জন্য শুভ কামনা। ছবি সংগ্রহ: মোস্তাফিজ মিন্টু।