Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে : স্বরাষ্ট্রমন্ত্রী
--সংগৃহীত ছবি

আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ম্যান্ডেট ছাড়া কাজ করে না। আওয়ামী লীগ পেশি শক্তি, বৈদেশিক শক্তি কিংবা ষড়যন্ত্রের শক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে।

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ২০০৮ এ বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশকে।

তিনি বলেন, যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করেনি তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশে যখন স্থিতিশীল সরকার, শান্তিপূর্ণ পরিবেশ চলছে তখনই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দিতে চাই।

About Syed Enamul Huq

Leave a Reply